সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার পিতাপুত্রসহ গ্রেপ্তার ৩

মানবজমিন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পিতাপুত্রসহ তিনজনকে। উদ্ধার করা হয়েছে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি। এছাড়া অর্ধ তৈরি একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকাতে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো আলী আকবর লাভলু সরকার (৫৩), তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার (২৯) ও মৃত আবদুস সালামের ছেলে মজিবর রহমান (৩৮)। ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে পশ্চিম কদমতলী সড়ক থেকে লাভলু সরকার ও নওশাদকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। ওই সময়ে তাদের নিয়ে সাইলো গেট এলাকাতে আলী আকবরের ফ্ল্যাট বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেখান থেকে তৈরিকৃত একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। মিজানুর রহমান আরো জানান, এ বাসায় মূলত দেশীয় অস্ত্র তৈরি করা হতো। নওশাদের কাছে উদ্ধারকৃত অস্ত্রটি ওই কারখানায় তৈরি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us