রাজশাহীতে বিএনপির সমাবেশ কাল বাধা থাকলেও জনসমুদ্র হবে

মানবজমিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আগামীকাল রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছে মহানগর বিএনপি। গতকাল বেলা ১১টায় নগরীর নিউমার্কেট এলাকায় এই লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় সমাবেশ নিয়ে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ। পথসভায় মহানগর বিএনপির সভাপতি সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডাভোকেট শফিকুল হক মিলন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ২৯ তারিখের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতই বাধা প্রদান করা হোক, সমাবেশে চার লক্ষাধিক নেতাকর্মী ও জনগণ উপস্থিত হবে। তিনি বলেন, এই সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচারী সরকারের পতনের সমাবেশ। এই সমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতোমধ্যে বিএনপি সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছে। কিন্তু আইন শৃংখলা বাহিনী গত কয়েকদিন ধরে বিএনপি, অঙ্গ ও সহেযাগী নেতৃবৃন্দদের হযরানি করা শুরু করেছে। বৃহস্পতিবার রাত্রে অনেককে গ্রেপ্তার করেছে। অন্যান্য জেলাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। অমুলক হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানান। সেইসাথে সকল প্রকার বাধা উপেক্ষা করে দুপুর সাড়ে ১২টার মধ্যে মাদ্রাসা মাঠে হাজির হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us