অভিযানকে স্বাগত জানালেন সেনাপ্রধান

মানবজমিন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার নেয়া কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশের প্রথম ‘মিল্কিং পার্লার’ উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সম্প্রতি চলমান ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে সেনাপ্রধান বলেন, যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এটা অত্যন্ত পজেটিভ। দুর্নীতি বা অপকর্মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে শক্তিশালী অবস্থান এই  অভিযান পরিচালনার মাধ্যমেই এর বহিঃপ্রকাশ হয়েছে। তাই এটাকে আমি স্বাগত জানাই। এতে করে অনেক ক্রাইম কমে যাবে। আধুনিক মিল্কিং পার্লার সম্বন্ধে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় দুধের গুণগত মান নিয়ে অনেক কথা হয়। এজন্য কোয়ালিটি মেইনটেইন করা অনেক জরুরি। যা ম্যানুয়াল পদ্ধতিতে সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী, জীবাণুমুক্ত ও সময় বাঁচিয়ে অটো প্রসেসিংয়ের মাধ্যমে দুধ দোহন পদ্ধতি চালু করেছেন তারা। এই পদ্ধতি পরবর্তীতে দেশের অন্যান্য সেনানিবাসগুলোতেও চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কোন এক সময় শুধু সাভারেই ডেইরি ফার্ম ছিল। এখন অনেক জায়গায় হয়েছে। এখন সেনাবাহিনী নিজেদের দুগ্ধ চাহিদা পূরণের পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কাছে সরবরাহ করছে। আমাদের প্রচুর পরিমানে পাউডার মিল্ক আমদানি করতে হয়। তাই চাহিদার কথা চিন্তা করে সাভার, ঈশ্বরদী ও অন্য জায়গায়ও পাউডার মিল্ক কারখানা তৈরির পরিকল্পনা করছেন তারা। এতে করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি তা বাজারেও সরবরাহ করা যাবে। ইতোমধ্যে নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অটোমেটিক আধুনিক বুচারি স্থাপনের মাধ্যমে গরু থেকে হাড়, রক্ত ও উচ্ছিষ্টগুলো যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও তাদের রয়েছে বলে জানান সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বর্তমান যুগে ডেইরি শিল্পে মিল্কিং পার্লার একটি আধুনিক প্রযুক্তি হিসেবে ব্যবহূত হচ্ছে। অত্যাধুনিক এই মিল্কিং পার্লারটি জীবানুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতি ১৫ মিনিটে একসঙ্গে ২০ টি গাভীর দুগ্ধ দোহনে সক্ষম। এতে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ দোহনের পাশাপাশি ডেইরি ফার্ম ব্যবস্থাপনায় সময় ও শ্রমের সাশ্রয় হয়। উল্লেখ্য,সামরিক বাহিনী এবং সরকারি পর্যায়ে এটিই প্রথম মিল্কিং পার্লার যা মিলিটারি ফার্ম সাভারে স্থাপিত হলো। এর আগে সেনাপ্রধান সাভার মিলিটারি ফার্মের নতুন মিল্কিং পার্লারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সেখানে একটি বৃক্ষরোপণ করেন। এসময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার লে. জেনারেল জেনারেল সামছুল হক, মাষ্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) মেজর জেনারেল আকবর হোসেনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us