সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ চালকদের মাদকাসক্তি। নেশার ঘোরে বেপরোয়া বাস চালান অসংখ্য চালক। অন্যদিকে সন্ধ্যার পর গাড়ির স্টিয়ারিং ধরেন অধিকাংশ কিশোর হেলপার, যাদের মধ্যেও মাদকাসক্ত রয়েছে প্রচুর। বিশেষ করে যাত্রীবাহী বাস ও স্বল্প দূরত্বের রাস্তায় চলাচলকারী হিউম্যান হলারের চালকরা অনেক বেপরোয়া।