দ্বিতীয়বার

মানবজমিন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পালন করলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী। সম্প্রতি এনটিভির কমেডি শো ‘হা-শো’র রংপুর বিভাগের অডিশনের বিচারক হিসেবে ছিলেন বলে জানান তিনি। এ কাজে প্রতিযোগীদের কাছ থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেও জানান তিনি। শশী বলেন, দ্বিতীয়বারের মতো কোনো অনুষ্ঠানের বিচারক হয়েছি। এর আগে ‘নাট্যযুদ্ধ’র বিচারকের দায়িত্ব পালন করেছি। সত্যি বলতে, অভিনয়ের বাইরে মাঝে মধ্যে এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালো লাগে। এদিকে এ অভিনেত্রী বর্তমানে একাধিক টিভি ধারাবাহিক নাটকে ব্যস্ত সময় পার করছেন। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো এস এম শাহীনের ‘সোনাভান’, জুয়েল শরীফের ‘ভুবন ডাঙ্গা’, সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’ এবং শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’। প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। এই  সময়ে দর্শক কি ধারাবাহিক নাটক দেখছে, ধারাবাহিক নাকি খণ্ড নাটকের দিকে দর্শকের আগ্রহ বেশি? এই প্রশ্নের উত্তরে শশী বলেন, আমাদের দর্শক এখন টেলিভিশনের চেয়ে ইউটিউবে বেশি নাটক দেখে। সেই দিক থেকে বলা যায় দর্শক খণ্ড নাটক বেশি দেখছে। তাই বলে ধারাবাহিক নাটক দেখছে না বলা যাবে না। এখন আমাদের অনেক টিভি চ্যানেল। সব চ্যানেলে প্রতিদিন একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us