ভুটানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বিশ্বকাপ বাছাই পর্বে ১০ই অক্টোবর কাতার ও ১৫ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচ হবে ঢাকায়, পরেরটা কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে। এজন্য কোচ জেমি ডে নিজেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন। কোচের চাহিদা অনুযায়ী দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভুটানের বিপক্ষে দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৯ই সেপ্টেম্বর ও ৩রা অক্টোবর। গতকাল বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানান, ‘বিশ্বকাপ বাছাই পর্বে আমাদের দুটি ম্যাচ আছে। তার আগে দুটি প্রস্তুতি খেলবে জাতীয় দল। প্রতিপক্ষ থাকছে ভুটান।’ফিফা র‌্যাংঙ্কিয়ে ভুটান বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাদের র‌্যাংকিং ১৮৫ আর বাংলাদেশের ১৮৭। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের কারণ হিসেবে বাফুফের কর্মকর্তা তাবিথ বলেন, ‘ভুটানের কাছে একসময় আমরা হেরেছিলাম। তাই তাদের ছোট করে দেখার কিছু নেই। দল হিসেবে তারা সংগঠিত। ওদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। এছাড়া এশিয়াতে অনেক দেশই বাছাই পর্ব খেলছে। তাই এই সময়ে এসে আমরা ভুটানকে পেয়েছি। জাতীয় দলের বিপক্ষে খেলতে পারলে আমাদের জন্য ভালো হবে।’ বিশ্বকাপ বাছাই পর্বে শুরুতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে। ওই ম্যাচের ফুটবলারদের দুই সপ্তাহের ছুটি দিয়ে ইংল্যান্ড চলে যান জেমি ডে। কাতার ও ভারতের ম্যাচ সামনে রেখে আগামী ২৫শে সেপ্টেম্বর প্রস্তুতি শুরু হবে জামাল ভূঁইয়াদের। আর আগামীকাল দেশে ফিরবেন জেমি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us