পাঁচ বছর পর

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

হোমায়রা হিমু নিয়মিত টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি সম্প্রতি একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় এ চলচ্চিত্রের নাম ‘আমার মা’। এটির মধ্য দিয়ে পাঁচ বছর পর তিনি বড় পর্দায় আসছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘এক কাপ চা’। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন এ অভিনেত্রী। হোমায়রা হিমু অভিনয়ের বাইরে পাঁচ বছর আগে নাটক প্রযোজনাও করেছিলেন। কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত তাকে আর প্রযোজনায় দেখা যায়নি। কেন নাটক প্রযোজনা থেকে সরে এলেন হিমু? এ প্রশ্নের জবাবে তিনি জানান, প্রযোজনাতে আর আগ্রহ নেই তার। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম নাটকটি প্রযোজনা করেই দারুণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই অভিজ্ঞতা আমার সুখকর ছিল না বলে প্রযোজনা থেকে সরে এসেছি। এখন শুধু অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে চারটি ধারাবাহিক নাটক। এগুলো হলো ফরিদুল হাসানের ‘লাকি থার্টিন’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’, জাহাঙ্গীর আলমের ‘ডিবি’ ও কায়সার আহমেদের ‘বকুলপুর’। প্রতিটি ধারাবাহিকে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us