‘ফাইনালের বাংলাদেশ ভিন্ন’

মানবজমিন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশের মাটিতে খেলতে এসে দাপুটে নৈপুণ্যই দেখাচ্ছে আফগানিস্তান। একমাত্র টেস্টে বিশাল ব্যবধানে জয়। টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও টাইগারদের ২৫ রানে হারায় তারা। বাংলাদেশের বিপক্ষে লীগ পর্বের শেষ ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে আসেন আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক নওরোজ মঙ্গল। তবে গুরুত্বহীন এই ম্যাচের চেয়ে মঙ্গলবারের ফাইনাল নিয়েই বেশি কথা বলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নওরোজ মনে করেন, লীগ ম্যাচে টাইগাররা যেমনই খেলুক ফাইনালে বাংলাদেশকে দেখা যাবে ভিন্ন চেহারায়। গতকাল চট্টগ্রামে নওরোজ মঙ্গল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ফাইনালের বাংলাদেশ আলাদা। বাংলাদেশ অবশ্যই ভালো দল। তাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। আমাদের বিপক্ষে তাদের পরিকল্পনা আছে অবশ্যই, তাদের বিপক্ষেও আমাদের পরিকল্পনা আছে।’গত বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের পরই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ-আফগানিস্তানের  ফাইনাল। ফলে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে বাকি দুই ম্যাচের ফল আফগানদের কাছে মূল্যহীন। তবে প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নওরোজদের। এ পেছনে বৃহৎ স্বার্থও আছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভালোর করার জন্য এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে আফগানিস্তান। নওরোজ বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছে গেছি। তাই বলে ম্যাচটিকে সহজভাবে নিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি। এ ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছি না আমরা। প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি।’বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আফগানরা রয়েছে সাতে। এখন পর্যন্ত ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে আফগানিস্তান। কোনো আসরেই প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি। তাই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চায় আফগানরা। নওরোজ বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং নির্বাচকরাও সেদিকে চেয়ে আছেন। বিশ্বকাপের আগে আমাদের হাতে যে সময় আছে, তা নিয়েই পরিকল্পনা করছেন তারা। আপনি ভালো অবস্থানে থাকলে সেটা সবসময় আপনাকে অনুপ্রেরণা জোগাবে। বিশ্বকাপের জন্য ইতিবাচক অবস্থানে রাখবে।’আফগানিস্তানের সিনিয়র ক্রিকেটারদের একজন নওরোজ মঙ্গল। ৩৫ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪৯ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি খেলেছেন দেশের হয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us