গুরুর গান শিষ্যের কণ্ঠে

মানবজমিন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

চলতি প্রজন্মের সংগীতশিল্পী মোমিন বিশ্বাসের গানের শুরুটা হয়েছিল খ্যাতিমান সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের পরামর্শ এবং সহযোগিতায় ওস্তাদ কাজী মন্টুর কাছে। এরপর এন্ড্রু কিশোরের কাছে শিখেছেন দীর্ঘদিন। এবার গুরু এন্ড্রু কিশোরের গান কন্ঠে তুললেন শিষ্য মোমিন বিশ্বাস। প্রয়াত সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে এন্ড্রু কিশোরের গাওয়া জনপ্রিয় গান ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’ নতুন করে গেয়েছেন মোমিন। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে। এ বিষয়ে এ সংগীতশিল্পী বলেন, মাস দুয়েক আগে এন্ড্রু কিশোর দাদাকে একদিন বললাম গানটি নতুনভাবে গাইতে চাই। তিনি তখন অনুমতি দিলেন এবং আমাকে গানটি নতুনভাবে দেখিয়ে দিলেন। এরপর গানটিতে কন্ঠ দেই। দাদার যে কোনো গান গাওয়া অনেক কঠিন কাজ। আমার পরম সৌভাগ্য তার গানগুলো তার কাছেই শেখার সুযোগ পেয়েছি। ‘আমার বাবার মুখে’ গানটি ভালোভাবেই গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বিচার করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us