কাউন্সেলিং করানোর নাম করে ধর্ষিতা কিশোরীকে আবার যৌননিগ্রহ পুলিশকর্মীর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৪
crime: নিগৃহীতা কিশোরী পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কাউন্সিল করানোর নাম করে তাকে উসমানপুরের কাছে যমুনা খাদারে নিয়ে গিয়েছিল অভিযুক্ত কনস্টেবল। সেখানে তাকে ধর্ষণ করে তার হাতে কিছু টাকা দিয়ে বাড়ি ফিরে যেতে বলা হয় বলে অভিযোগ।