বিশ্ববিদ্যালয়ের ভল্ট থেকে বের হল মুঘল যুগের কামান!
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
nation: বিভাগীয় প্রধাীন যোগেশ্বর তেওয়ারি জানিয়েছেন, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় বিশ্ববিদ্যালয় ভবনটি ইন্ডিয়ান প্রেস সংস্থা ব্যবহার করত। তাঁর ধারণা, সেই সময় থেকেই কামান ও কামানের গোলাগুলি এই ভবনে সংরক্ষিত রয়েছে।