বক্তারা বলেন, বিষধর সাপ কামড়ালে বিষদাঁতের দুটি গভীর ক্ষত স্পষ্টভাবে বোঝা যাবে। ক্ষতস্থান থেকে রক্তক্ষরণের পাশাপাশি ফোস্কা পড়ে কালো হয়ে যেতে পারে। বিষের কারণে স্নায়ুতন্ত্র অকার্যকর হয়ে পড়ে। এতে আক্রান্ত ব্যক্তির কথা বলতে ও ঢোক গিলতে অসুবিধা হয়...