করিমগঞ্জে প্রাথমিকের ২৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মানবজমিন প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

করিমগঞ্জে ঈশা খাঁ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার জঙ্গলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক। ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর সাত্তার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, করিমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ জসী, ঈশা খাঁ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন প্রমুখ।জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নূরজাহান পারুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাদিরজঙ্গল ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেস্ট, ডিকশনারি ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের অংশীদারিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us