ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হলেও একটি জয় ও একটি হার নিয়ে ব্যাকফুটে রয়েছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। জটিল সমীকরণের মুখোমুখি না হতে চাইলে আগামীকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। এই ম্যাচকে কেন্দ্র করে আজ মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলেরই। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। সাকিব-মুশফিকদের বিকেল ৩টা থেকে অনুশীলন করার কথা থাকলেও শুরু হতে হতে বিকেল ৪টা পার হয়ে যায়। এদিকে আফগানিস্তানের…