প্রত্যেক ভাষায় কিছু শব্দ আছে যা উল্টো দিক থেকে পড়লেও উচ্চারণ একই হয়। এগুলোকে ইংরেজিতে বলা হয় ‘প্যালিনড্রোম শব্দ’। এ সপ্তাহের তারিখগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাবেন, এর প্রতিটি তারিখই প্যালিনড্রোম।