কেউ ভাবেনি। কেউ না। সাহারা খান নিজেও কি ভাবতে পেরেছিলেন, বাংলাদেশের একজন সাধারণ গৃহবধূ থেকে হবেন নিউইয়র্কের চালু রেস্টুরেন্টের চিফ শেফ। মাত্র ১৪ বছরে বিয়ে হয়ে যাওয়ায় স্কুলের গণ্ডি পার হওয়া হয়নি। বাংলাদেশে থাকতে কোনো দিন এক টাকাও আয় করেননি তিনি। যৌথ পরিবারে রান্না করা ও সন্তান লালনপালনের মধ্যে সীমাবদ্ধ ছিল জীবন। হাজার মাইল পাড়ি দিয়ে আমেরিকায় এসেও ভাগ্য পরিবর্তন হয়নি। সেই যৌথ পরিবার আর...