চিলির সঙ্গে গোলশূন্য ড্র আর্জেন্টিনার

মানবজমিন প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল চিলির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে ভালো খেলেও গোল পায়নি কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। দুই অর্ধ মিলিয়ে চিলির গোলপোস্টে মোট ১৩টি শট নেয় আর্জেন্টিনা। এর মধ্যে অন-টার্গেট শট ছিল ৩টি। ৭টি কর্নারের একটিকেও কাজে লাগাতে পারেনি আলবিসেলেস্তেরা। ১১ই সেপ্টেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।ম্যাচটিতে খেলেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওলে মেসি। এই চিলির বিপক্ষেই ২ মাস আগে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঝামেলার জড়ান এই আর্জেন্টাইন তারকা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে দেখেন লালকার্ড। পরে রেফারিং ও আয়োজক কমিটির সমালোচনা করে তিন মাসের জন্য নিষিদ্ধ হন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসিহীন দলের আক্রমণভাগ সাজান উদীয়মান তিন তারকা পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজকে দিয়ে। প্রথম পছন্দের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি পুরোপুরি ফিট না থাকায় আর্জেন্টিনার পোস্ট সামলান পোর্তোর ৩১ বছর বয়সী গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন। রক্ষণে ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল-লুকাস মার্টিনেজ আর ডাচ ক্লাব আয়াক্সের নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠ সিরি আ’র ক্লাব উদিনেসের রদ্রিগো ডি পল, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) লেয়ার্দো পারেদেস ও টটেনহ্যামের জিওভানি লো সেলসো। আক্রমণভাগের তিনজনই ইতালিয়াল সিরি’আ ফুটবল লীগের খেলোয়াড়। জুভেন্টাসের দিবালা ও ইন্টার মিলানের লাওতারোর সঙ্গে লাজিওর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়া।শুরুটা দারুণ হতে পারতো আর্জেন্টিনার। ত্রয়োদশ মিনিটে পাওলো দিবালার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য জালে জড়ায়নি। এরপর লাওতারো মার্টিনেজের একটি শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো। বিরতির আগমুহূর্তে জিওভানি লো সেলসোর ডি-বক্সের বাইরে থেকে নেয়া ভলি চলে যায় পোস্ট ঘেঁষে। ৬০তম মিনিটে ম্যাচে প্রথম ও সেরা সুযোগটি পায় চিলি। তবে ডি-বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us