বেলের জোড়া গোলে রিয়ালের ড্র

মানবজমিন প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

১৬৯ দিন গোল শূন্য থাকা গ্যারেথ বেলের জোড়া গোলে রক্ষা পেয়েছে কোচ জিনেদিন জিদানের দল। নির্ধারিত সময়ের পর যোগ করা মিনিটে লাল কার্ডও দেখেছেন বেল। লা লিগায় রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে দলটির সাথে দেখায় একই স্কোরে ড্র করে মাদ্রিদ। খেলা শুরুর ১২তম মিনিটে রিয়ালের জালে প্রথম গোল করেন জেরার্দ মোরেনো। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালকে সমতায় এনে দেন ওয়েলসের ফরোয়ার্ড বেল। ৭৪ মিনিটে গোমেজ বার্দোনাদো আবার বল জড়ান রিয়ালের জালে। ৮৬তম মিনিটে আবারও গোল করে দলকে বাঁচান বেল। যোগ করা সময়ে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেল। রিয়ালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে জোড়া গোল  বেল। কিছুদিন আগেও ৩০ বছর বয়সী বেলের রিয়াল ছেড়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিলো। আর ভিয়ারিয়াল ম্যাচে দলের নায়ক এখন তিনি। সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লীগ শুরু করেছিলো রিয়াল। গত সপ্তাহে ভাইয়াদলিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল রিয়াল। টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল।  তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে অবস্থান রিয়াল মাদ্রিদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us