শাহ আলম হাওলাদার ঢাকায় এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বেতনও পেতেন ভালো। তাই যখন চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসে মাল্টার বাগান করার পরিকল্পনা করেন, তখন বিষয়টি পরিবারের কেউই ভালোভাবে নেয়নি।
তবে শাহ আলমও দমে যাওয়ার পাত্র নন। ২০১৬ সালে বাবার দেওয়া ১০ শতক জমিতে ৫০টি গাছ দিয়ে মাল্টার বাগান করেন। মাত্র তিন বছরেই তিনি আজ সফল মাল্টাচাষি। বছরে তাঁর বাগান থেকে প্রায় চার লাখ টাকার মাল্টা বিক্রি হয়। এই...