জোছনা ভেজা পূর্ণিমা রাতে ঝিরি ঝিরি দক্ষিণা বাতাসে তাজমহলে সামনে দাঁড়িয়ে থাকতে কেমন লাগবে ভাবুন তো? উত্তরে হয়তো বলবেন, তাজমহল রাতে খোলা থাকে নাকি! হ্যাঁ, এখন থেকে রাতেও ঘোরা যাবে তাজমহল। টিকিট কেটে দেখা যাবে চাঁদের স্নিগ্ধ আলোয় শুভ্রতার আত্মলীন হয়ে যাওয়াকে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভের নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে সারা বছর।