সড়ক শৃঙ্খলায় দুর্বলতা লক্ষ্য করছি -নৌপ্রতিমন্ত্রী

মানবজমিন প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

পদ্মা সেতুর মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করলেও সড়ক পরিবহনে শৃঙ্খলার ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে নৌপ্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।  গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে ফুটপাথে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় পা হারান কৃষ্ণা রায়। খালিদ মাহমুদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সুপারিশমালা দেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করার মাধ্যমে যদি সড়কে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। প্রতিমন্ত্রী বলেন, যেখানে পথচারী থাকার কথা সেখানে এই দুর্ঘটনা ঘটেছে। তা অবশ্যই আতঙ্কের বিষয়। সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, গাড়ির ফিটনেস সার্টিফিকেট রয়েছে কিনা কিংবা চালক সুস্থ ছিলেন কিনা সেটি তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনবেন। কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, যদি রোগীর দিক থেকে বলি তাহলে ভালো না। ডাক্তারের দিক থেকে বললে বলব তারা সর্বাত্মক চেষ্টা করছে রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিতে। শুধু এ ধরনের না। বাংলাদেশে এর থেকে জটিল রোগের চিকিৎসা হয়ে থাকে। আশা করি, তাকে সুস্থ জায়গায় নিয়ে আসবেন তারা। বিচারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। তারা যদি বিচারের প্রার্থনা করেন নিশ্চয় বিচার পাবেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কৃষ্ণা রায় আমাদের বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত। আমরা তার চিকিৎসার জন্য, তদারকির জন্য, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us