মাউন্ট এভারেস্টের চূড়া থেকে নেমেই সাক্ষাৎকার দিতে বসে গেলেন এডমন্ড হিলারি। ন্যাশনল জিওগ্রাফিক পত্রিকাকে তিনি বলেন, ‘সেদিন (১৯৫৩ সালের ২৯ মে) সকাল থেকেই, যখন তেনজিং নোরগে এবং আমি প্রথমবারের মত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণ করতে সক্ষম হলাম, আমাকে এক মহান অভিযাত্রী হিসেবে বর্ণনা করা হতে থাকে। কিন্তু আমি আসলে স্রেফ এক পোড় খাওয়া কিউয়ি, যে জীবনের বহু প্রতিকূলতাকে উপভোগ করেছে মনে-প্রাণে।’