জিজ্ঞাসাবাদ নয়, যুদ্ধ নয়, তবুও চারিদিকে শুধু বিশ্বাঘাতকতা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ১০:৪২
শাওন মাহমুদ : ভোর ৪.৩৫ থেকে জেগে আছি। একাত্তরের সেই ভোরের ঘোরে লিখছি এখন। আটচল্লিশ বছর পার হচ্ছে আজ। আটচল্লিশ বছর পরের এই ভোরে আমি সেই গেরিলাকে ক্ষমা করে দিতে সক্ষম হয়েছি। যে পাকিস্তানী আর্মিদের অকথ্য নির্মম অত্যাচারে তার সহযোদ্ধাদের নাম বলে দিয়েছিলো। নিজেকে বুঝ দিতে পেরেছি সবার সহ্য ক্ষমতা এক নয়, সবার বিশ্বাসের খাদ …