রূপসী বাংলার পথঘাটের হিজল, তমালের দেখা মিলবে এখানে। পুকুরপাড়ে বিলের মাঝে ছায়াদানকারী তেঁতুল, অশ্বত্থ এবং বটও মিলবে। গ্রামের পাকুড় কিংবা সুন্দরবনের গেওয়া কী নেই এখানে। সারি সারি গাছে ভর্তি পুরো ছাদ। আর নিবিষ্ট মনে এসব গাছের পরিচর্যা করে যাচ্ছেন শিক্ষক মো. আরিফুর রহমান।
এ যেন গণিতের শিক্ষকের বনসাই প্রেম। তাঁর ভাষায় বনসাই হলো লিভিং আর্ট বা অসমাপ্ত শিল্প। বড় বড় গাছকে বনসাই করে ছোট...