নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতিমূলক ম্যাচে হ্যাটট্রিক জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেদারল্যান্ডসে গতকাল তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটের ব্যবধানে হারায় সালমারা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে থাইল্যান্ড। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৯ রানে ২ উইকেট নেন। ১৩ রান খরচায় সালমা খাতুনের শিকার ২ উইকেট। আর খাদিজা তুল কুবরা ১৬ রানে নেন ১ উইকেট। ৮৮ রানের লক্ষ্য ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। রিতু মনি ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। শায়লা শারমিনের ব্যাট থেকে আসে ১১ রান।প্রথম প্রস্তুতি ম্যাচে এই থাইল্যান্ডকেই ৬ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা। এরপর স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৫ রানের জয় কুড়ায় তারা। ৮ দল নিয়ে ৩১শে আগস্ট স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাই পর্ব চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ নারী দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউ গিনি ও স্বাগতিক স্কটল্যান্ড। এছাড়া ‘বি’ গ্রুপে লড়বে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও নামিবিয়া। দুই গ্রুপের সেরা দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।সংক্ষিপ্ত স্কোরথাইল্যান্ড: ২০ ওভারে ৮৭/৫বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৮/৭ (নিগার ৩৯, রিতু ১৪*, শায়লা ১১)