আমিন মুনশি : হজ মানুষের মধ্যে তীব্র দায়িত্বানুভূতি সৃষ্টি করে। ঈমানকে বলিষ্ঠ করে। সাধারণভাবে মনে করা হয়, দুনিয়ার ঝামেলামুক্ত হয়ে হজে যাওয়া দরকার। তাই অনেকে বৃদ্ধ বয়সে হজে যান। হজ থেকে এসে জগৎ-সংসারে সময় দিতে চান না। কেউ কেউ দুনিয়াবিমুখ হয়ে পড়েন। আবার অনেকে হজ থেকে ফিরে এসে হালাল-হারাম বাছবিচার না করে আগের মতো চলতে …