নকল নর্ড ভিপিএন’র মাধ্যমে ব্যাংকিং ট্রোজান ছড়াচ্ছে হ্যাকাররা
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ১৪:৪৮
বিনামূল্যে মাল্টিমিডিয়া এডিট করার ওয়েবসাইট ‘ভিএসডিসি’তে হামলা চালিয়ে ব্যাংকিং ট্রোজান ভাইরাস উইন৩২.বোলিক.২ ছড়ানো হ্যাকাররা এবার তাদের পদ্ধতি পরিবর্তন করেছে। আগে হ্যাকাররা বৈধ ওয়েবসাইটগুলোর ডাউনলোড লিংকে ম্যালওয়্যার ছড়ানোর জন্য সেগুলো হ্যাক করতো। তবে এখন তারা ওয়েবসাইট ক্লোন করার মাধ্যমে সেখানে প্রবেশকারীদের কম্পিউটারে ব্যাংকিং ট্রোজান ছড়িয়ে দিচ্ছে।