আগামী তিন বছরেই মানুষ শূকর-হৃৎপিণ্ড নেবে, দাবি টেরেন্সের
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৮:২৮
world: চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, শুয়োর এবং মানুষের হৃদ্যন্ত্রের গঠনগত ও শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মিল অনেকটাই। সে জন্যই অনেক ক্ষেত্রে হৃদ্রোগের নতুন চিকিৎসাপদ্ধতি তৈরির সময় শুয়োরের হৃৎপিণ্ডকে মডেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এমনকী, গত মে-তে হার্ট অ্যাটাকের সফল জিনগত চিকিৎসার ব্যাপারে আশাবাদী হয়েছিলেন চিকিৎসরা যখন দেখা যায় শুয়োরের উপর প্রাথমিক ভাবে সেই চিকিৎসা ফলদায়ী হয়েছে।