সময়ের আলোচিত নাট্যকার আকাশ রঞ্জন। জন্মস্থান গোপালগঞ্জের কোটালীপাড়ায় শৈশব কাটে তার। এরপর ঢাকার সরকারি বাংলা কলেজে লেখাপড়া করার সময় প্রতিষ্ঠা করেন ‘বাংলা কলেজ যুব থিয়েটার’। সেখান থেকেই তার মিডিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনা শুরু। এখন পর্যন্ত তিনি প্রায় ১০০টি নাটক রচনা, প্রায় ২০টি নাটক পরিচালনা এবং বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আলোচিত দীর্ঘ ধারাবাহিক ‘নোয়াশাল’ এবং ‘রসের হাড়ি’ও রচনা করেছেন তিনি। সাম্প্রতিক সময়ের ব্যস্ততা এবং নাটকের বিভিন্ন বিষয়ে বাংলানিউজের কথা হয় তার সঙ্গে ।