কাল যেহেতু বয়ে চলে, তাই আজ যাকে বলছি একাল, কিছুদিন পর সেটাই হয়ে যাবে সেকাল। কাল যেমন বদলায়, তেমনি সময়ের সঙ্গে বদলায় অনেক রীতিনীতি, প্রেমপ্রীতি, শিল্পসংস্কৃতি, সম্প্রীতি; ক্ষেত্রবিশেষে স্মৃতিও হয়ে যায় বিস্মৃতি। যার কিছু আমাদের করে আনন্দিত, কিছু করে চিন্তিত। সবকিছু মিলিয়ে এসব চিন্তাকে গুরুচিন্তাও বলা যেতে পারে। তবে কোরবানি এলে এই গুরুচিন্তাটা হয়ে যায় গরু-চিন্তা। কোরবানি নিয়ে শোনা...