nation: মেয়ের নজর, নিজের পড়াশোনার পাশাপাশিই বাবাও যেন তাঁর পড়াশোনাটা শেষ করে। সেই ইচ্ছে থেকেই শেষমেশ বাবাকে নিজের ল কলেজে ভরতি করাল মেয়ে। বাবা জুনিয়ার আর তাঁর মেয়ে ওই একই ডিপার্টমেন্টের সিনিয়ার।