ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে নাগরিক কমিশন গঠন করবে সিপিডি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০০:০০
বাংলাদেশের ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান দুর্বলতা এবং তা মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তহীনতার প্রেক্ষাপটে একটি নাগরিক পর্যালোচনা কমিশন গঠন করবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। গতকাল সিপিডি’র বোর্ড অব ট্রাস্টিজের ৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, ব্যক্তিখাতখাতের প্রতিনিধি এবং সাবেক ব্যাংক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিশন গঠন করা হবে। প্রস্তাবিত এই নাগরিক কমিশন ব্যাংকিংখাতে স্বচ্ছতা আনতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে নীতিনির্ধারকদের সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করবে। বোর্ড সভায় সদস্যবৃন্দ গত জানুয়ারি-জুন ২০১৯ সময়ের মধ্যে সিপিডি পরিচালিত বিভিন্ন গবেষণা কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য গবেষণাসমূহ হলো- বর্তমান সরকারের প্রথম একশ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, জাতীয় বাজেট সংক্রান্ত কার্যক্রম এবং বাংলাদেশে এসডিজি’র চার বছরের অগ্রগতি মূল্যায়ন। আগামীতে সিপিডি যেসব কার্যক্রম হাতে নিতে যাচ্ছে সেগুলো সম্পর্কে বোর্ড সদস্যদের ধারণা প্রদান করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সংক্রান্ত সম্মেলন, বাংলাদেশে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সম্মেলন এবং সিপিডি’র বার্ষিক বক্তৃতা ২০১৯। এসবের পাশপাশি, যুব কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাবে সিপিডি। সভায় বোর্ড সদস্যগণ ২০১৯-২০ অর্থবছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডি’র গবেষণা, সংলাপ, প্রকাশনা ও প্রচারণা সংক্রান্ত সার্বিক কর্মপরিকল্পনা অনুমোদন করেন। এছাড়া ২০১৯ সালের শেষ ছয় মাসের সংশোধিত বাজেট অনুমোদিত হয়। বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে গবেষণা ও সংলাপের মাধ্যমে সিপিডি‘কে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় দেয়া নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের পরামর্শও দেয়া হয়েছে।সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান-এর সভাপতিত্বে সভায় সিপিডি’র ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বিশিষ্ট আইনবিদ ড. শাহদীন মালিক, সিপিডি’র সম্মানীয় ফেলোদ্বয় ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সিপিডি’র নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্য-সচিব ড. ফাহমিদা খাতুন অংশগ্রহণ করেন। ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, এবং এম শফিকুল ইসলাম, পরিচালক, প্রশাসন ও অর্থ, সিপিডি, এ সভায় উপস্থিত ছিলেন।