এত দিন পর রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনকে নিয়ে লেখা কেন? তাঁকে শান্তিতে ক্রেমলিনের সমাধিতে থাকতে দিলেই তো হয়। এখন যখন রুশ বিপ্লবের কথা মনে করে তেমন কেউ আর উজ্জীবিত হয় না, তখন লেনিনের সম্পর্কে কারইবা আকর্ষণ থাকবে?
এ রকমই ভাবা হয়ে থাকে হয়তো, কিন্তু লেনিন সম্পর্কে আগ্রহের শেষ নেই এখনো। অনেকেই লেনিনকে খুঁজে চলেছেন তাঁর বইয়ের মাধ্যমে কিংবা অন্তর্জালে ঢুকে।
অনেকেই হয়তো জানেন, ১৯১৭...