এ মৌসুমেই সবচেয়ে বেশি দিন ধরে দাবদাহ দেখেছে বাংলাদেশ, যদিও ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ছুঁতে পারেনি। তবু সাত দশকের জীবদ্দশায় এমন গরম কখনো সইতে হয়নি রাজশাহীর মোস্তাফিজুর রহমানের।
রেকর্ড ভাঙা-গড়ার এ মৌসুমে ৩০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল যশোরে, সেখানে থার্মোমিটারের পারদ ওঠে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
এর আগে ১৯৮৯ সালের ২১ এপ্রিল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল বগুড়ায়। আর স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ।