You have reached your daily news limit

Please log in to continue


ক্ষত শুকায় না কেন

অনেক সময় আঘাত বা অস্ত্রোপচারজনিত ক্ষত দ্রুত শুকায় না, কয়েক সপ্তাহ লেগে যায়। এমনকি কয়েক মাসও ক্ষত কাঁচা থেকে যেতে পারে। সাধারণত এসব ক্ষতকে ক্রনিক বা দীর্ঘমেয়াদি ক্ষত বলা হয়। এটি দুশ্চিন্তার বিষয় বৈকি।

নানা কারণে ক্ষত দীর্ঘস্থায়ী হতে পারে। এসব ক্ষত সারাতে বিশেষ যত্ন ও চিকিৎসা নিতে হয়। অবহেলা করলে ক্ষত আরও গভীরে ছড়িয়ে হাড়ে সংক্রমণ, এমনকি চর্মজনিত ক্যানসারও হতে পারে। ক্ষত নিরাময় মানবদেহের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা চারটি সুনির্দিষ্ট পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। এর মধ্যে আছে—হেমোস্ট্যাসিস, প্রদাহ, প্রসারণ ও পুনর্নির্মাণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন