You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে রবীন্দ্রনাথকে আমাদের প্রয়োজন

রবীন্দ্রনাথ এক বিরল বৈশ্বিক কবিপ্রতিভা। আমাদের জাতীয় সংগীত বেজে ওঠার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ আমাদের স্মৃতিতে জেগে ওঠেন। এই যে এত বড় রবীন্দ্রনাথ—যিনি বাংলা ভাষা ও সাহিত্যকে পৃথিবীর বুকে পরিচিত করে তুললেন, তাকে আমরা আজকের দিনে কতটুকু অনুভব করি বা তার সাহিত্য, গান ও অন্যান্য সৃষ্টিকর্ম কতটা আমাদের কাছে প্রাসঙ্গিক রয়ে গেছে এই রকম ভাবনা উচ্চারিত হয়ে থাকে।

আমরা দেখেছি বহুজন বহুভাবে রবীন্দ্রনাথকে ব্যবহার করেন কিন্তু তাকে মেনে নিতে অনেকেরই অনীহা ও অসুবিধা। রবীন্দ্রনাথ এমন এক প্রতিভা যাকে অনায়াসে অঢেলভাবে ব্যবহার করা যায় আবার মন চাইলে তাকে কারণে-অকারণে ক্ষতবিক্ষতও করা যায়। কিন্তু সত্যটা হলো বাঙালি আজ পর্যন্ত রবীন্দ্রনাথের বিকল্প কাউকে পায়নি। ইউটিউব ও রিল প্রজন্মের যুগে কেন আমরা রবীন্দ্রনাথকে মনে করবো কিংবা তার লেখা কবিতা, গান বা অন্য রচনার কাছে যাবো এমন চিন্তা মাথায় আসতেই পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন