সমুদ্রে পারদের মাত্রা বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ০৫ মে ২০২৪, ১৪:৪২

নানা কারণে সমুদ্রে পারদের মাত্রা বাড়ছে। পারদের মাত্রা বাড়ায় নতুন সংকটের কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকেরা সমুদ্রে পারদের মাত্রা নিয়ে পরীক্ষা করছেন। তাঁদের গবেষণায় বিভিন্ন প্রজাতির মধ্যে পারদের উপস্থিতি দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা স্টেলার সি লায়নের মতো সামুদ্রিক সিংহশাবকের মধ্যে বেশি পারদের মাত্রা খেয়াল করেছেন। পারদের মাত্রা বাড়ার কারণে বিভিন্ন বিপন্ন প্রজাতির ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের স্টেলার সামুদ্রিক সিংহের মধ্যে পারদের উপস্থিতি নিয়ে এক দশক ধরে গবেষণা চলছে। আলেউটিয়ান রাশিয়া ও আলাস্কার মধ্যে বিস্তৃত দ্বীপ।


এ অঞ্চলে জন্ম নেওয়া প্রাণীর রক্ত ও লোমে ২০১১ থেকে ২০১৮ সময়ের চেয়ে ২০১৯ সালে পারদের মাত্রা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি বৃদ্ধি পেয়েছে। ভারী ধাতু পারদ উচ্চ ঘনত্বের কারণে মানুষসহ প্রাণীর জন্য বিষাক্ত হতে পারে। শিল্প খাতের বহুমাত্রিক ব্যবহারের কারণে পরিবেশে পারদের উপস্থিতি বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক কারণেও পারদের মাত্রা বাড়ছে। ভূমিকম্প বা আগ্নেয়গিরির কারণে সমুদ্রের পানিতে পারদের উপস্থিতি বাড়ছে।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us