You have reached your daily news limit

Please log in to continue


ফটোশপে নতুন এআই মডেল, ছবি তৈরি ও সম্পাদনায় যেসব সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যম দিয়ে ছবি তৈরি ও সম্পাদনার নতুন মডেল চালু করতে যাচ্ছে ফটোশপ। এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীরা ফটোশপের ‘ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন’ মডেলটি ব্যবহার করে দ্রুত কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি সম্পাদনা করতে পারছেন। সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘অ্যাডোবি ম্যাক্স লন্ডন’ সম্মেলনে ফটোশপে ফায়ারফ্লাইয়ের নতুন ইমেজ মডেলে যুক্তের ঘোষণা দেয় ফটোশপের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি ইনকরপোরেটেড।

অ্যাডোবির ক্রিয়েটিভ প্রোডাক্ট গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) অ্যাশলে স্টিল জানিয়েছেন, ফটোশপের নতুন এই মডেলের জেনারেটিভ ইমেজ সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই লিখিত প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন। হালনাগাদ প্রযুক্তির জেনারেটিভ ফিল টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি যোগ করার পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তনও করতে পারবেন। এ ছাড়া ছবি ইমপোর্ট করে ছবির বৈচিত্র্য আনতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি লিখিত প্রম্পট দিয়ে ছবির পটভূমি তৈরি করা যাবে। ফলে সহজেই ছবিতে নিজেদের কল্পনা অনুযায়ী পটভূমি যুক্ত করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন