পদ্মশ্রী গ্রহণ করলেন বন্যা

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৯

সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতে কতবার গেছেন, তার কোনো হিসাব নেই। পড়াশোনার জন্যও এই শিল্পী একটা লম্বা সময় দেশটিতে ছিলেন। কয়েক দশক ধরে তো পেশাদারিভাবে গান গাইতে যাচ্ছেন। কিন্তু তাঁর এবারের ভারত–যাত্রার প্রসঙ্গটা একেবারেই অন্য রকম—সম্মানের, গৌরবের এবং আবেগেরও। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তা টের পেয়েছেন তিনি। কারণ, তাঁর এবারের যাত্রার সময় নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘পদ্মশ্রী পদকপ্রাপ্ত শিল্পী’। ভারত সরকার বাংলাদেশের রবীন্দ্রসংগীতের বরেণ্য এই শিল্পীকে এ বছর পদ্মশ্রী পদকে ভূষিত করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরীর বন্যা ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, খবরটি প্রথম জানা যায় চলতি বছরের জানুয়ারিতে। গতকাল সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদানের পাশাপাশি নৈশভোজেও অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তারই ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা হয় বন্যার। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পুরস্কারটা আমার কাছে ভীষণ গর্বের মনে হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us