উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপি-জামায়াত নেতারাও নামলেন ভোটের মাঠে

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৫১

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন। এর মধ্যে ১২০ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির ৩৪ ও জামায়াতের ১৫ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেক জায়গায় প্রার্থী দিয়েছেন এমপিরাও। 


এর মধ্যে চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে তিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতটি উপজেলায় একটি করে মনোনয়ন জমা পড়েছে। ফলে এই ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। 


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মাসুদুল আলম দোহা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ-উজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও শ্যামনগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us