You have reached your daily news limit

Please log in to continue


আমরা কোথায় যাচ্ছি, কে তা জানে!

এমন কিছু বিষয় কয়েক বছর ধরে ঘটে যাচ্ছে, যার নাগাল পাওয়া কঠিন। ‘ভিউ’ নামে পুরোনো একটি শব্দ নতুন করে ইউটিউব, ফেসবুকসহ নানা মাধ্যমে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, যা অকল্পনীয়। যার সঙ্গে সরাসরি যোগ আছে ডলারের। দেশের মানুষ যখন বহুদিন ৮৫ টাকায় স্থির হয়ে থাকা ডলারের দাম ১২৫ টাকা অবধি উঠতে দেখেছে, তখন এই ইউটিউব এবং ফেসবুকে ‘কনটেন্ট’ দিয়ে চার-ছক্কা মেরে চলেছেন অনেকেই। স্রোতের মতো তাদের পকেটে টাকা ঢুকছে। যে কেউ আজ শিল্পী হতে পারেন। যেকোনো কনটেন্টই হতে পারে ভাইরাল। ভাইরাল হওয়ার জন্য যেন খেপে উঠেছে সবাই। ব্যাপারটা কী?

২. আমাদের চোখের সামনে দিয়ে গণমাধ্যমের চেহারা বদলে গেল। আমরা যারা একটি মাত্র টিভি সেন্টার এবং কালো রঙের একটি টেলিফোন সেট নিয়ে সন্তুষ্ট ছিলাম, তারা তখন এফএম ব্যান্ড বলে কোনো কিছুর খবরও জানতাম না। আমাদের শৈশবে সংবাদপত্রের ফিচার বিভাগগুলো সংহত ছিল না। ফিচার ছিল, কিন্তু তা এতটা বর্ণাঢ্য ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন