You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ-জ্বালানি যখন গণমৃত্যুর ফাঁদ

বাক্‌প্রতিবন্ধী দিনমজুর ফয়জুর রহমানের ছয় সদস্যের পরিবারটি নিমেষে নাই হয়ে গেল পৃথিবী থেকে। বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের জুড়ী উপজেলার একটি গ্রামে আটপৌঢ়ে এক টিনের চালাঘরে বসবাস ছিল পরিবারটির। স্বামী-স্ত্রী ও চার সন্তান। গত মঙ্গলবার সেই চালার ওপর ছিঁড়ে পড়ে পল্লী বিদ্যুতের (বিআরইবি) ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার।

এ ঘটনায় ফয়জুরের পরিবারের কোনো দায় ছিল না; বরং ভয় ছিল। তাই পল্লী বিদ্যুতের স্থানীয় অফিস এবং সমাজের নানা স্তরে লাইনটি সরানোর জন্য ধরনা দিয়েছেন তিনি। কিন্তু কোনো কাজ হয়নি। শেষে জীবন দিয়ে তাঁরা কার দায় মিটিয়ে গেছেন, আমরা জানি না। জানেন পরম করুণাময়। তবে আমরা এটা জানি যে ওই বিদ্যুৎ লাইনের মালিক বিআরইবি। শেষ বিচারে সরকার। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটির হেফাজতকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন