You have reached your daily news limit

Please log in to continue


মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় প্রয়োজন বস্তুনিষ্ঠ গবেষণা

এবারের ২৬ মার্চ ছিল বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস বা ৫৩তম স্বাধীনতাবার্ষিকী। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। কয়েকটি সংবাদপত্রের বিশেষ সংখ্যায় দেশের গণ্যমান্য ব্যক্তিদের যেসব প্রবন্ধ-নিবন্ধ বেরিয়েছে, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি পড়ে দেখেছি। প্রবন্ধ-নিবন্ধ ছাড়াও ছিল বিশিষ্টজনদের সাক্ষাৎকার। এসব সাক্ষাৎকার পড়ে বোঝার চেষ্টা করেছি বিশিষ্টজনরা দেশ এবং দেশের সমস্যা নিয়ে কী ভাবছেন।

মহিউদ্দিন আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক দল ও গণতন্ত্র সম্পর্কে ডজন খানেক কিংবা তারও বেশি গ্রন্থ রচনা করেছেন। মহিউদ্দিন আহমদ অনেক মেহনত করে ইতিহাসের তথ্যসামগ্রী সংগ্রহ করেছেন। তার এ অব্যাহত সমসাময়িক ইতিহাস চর্চার সুবাদে তিনি ইতিহাসবিদ হিসাবে পরিচিতি পেয়েছেন, যদিও তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অর্থনীতি। অনেকটা কাজী আবদুল ওদুদের মতো। কাজী আবদুল ওদুদ সম্পর্কে জনশ্রুতি ছিল তিনি পড়েছেন অর্থনীতি, পড়ান বাংলা সাহিত্য এবং আলোচনা করেন ধর্ম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন