You have reached your daily news limit

Please log in to continue


আইওএস ও আইপ্যাডওএস হঠাৎ হালনাগাদ করল অ্যাপল

আইওএস ও আইপ্যাডওএসে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে অপারেটিং সিস্টেমগুলোর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ‘আইওএস ১৭.৪.১’ নামের নতুন সংস্করণটিতে বেশ কয়েকটি গুরুতর নিরাপত্তাত্রুটির সমাধান করা হয়েছে। আর ‘আইপ্যাডওএস ১৭.৪.১’ সংস্করণটিতে বিভিন্ন নিরাপত্তাসুবিধা হালনাগাদ করা হয়েছে। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত আইওএস ও আইপ্যাডওএস হালনাগাদ করতে হবে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের।

৫ মার্চ বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে ‘আইওএস ১৭.৪’ ও ‘আইপ্যাডওএস ১৭.৪’ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। সংস্করণগুলোয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুসরণ করে বেশ কিছু পরিবর্তন আনা হয়। কিন্তু পরে সংস্করণগুলোয় নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ায় জরুরি হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন