সোমালিয়ান দস্যুরা এখনও মুক্তিপণ চায়নি: পররাষ্ট্র সচিব

সমকাল প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ২১:০৫

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ এবং জাহাজের ২৩ নাবিক ও ক্রুকে উদ্ধার করা বাংলাদেশের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। তিনি জানান, ২৩ নাবিক সুস্থ আছেন। তবে এখনও জলদস্যুদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এবং তারা এখনও কোনো দাবি–দাওয়া জানায়নি।


জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ এবং বাংলা‌দে‌শি না‌বিক‌দের উদ্ধা‌রে করণীয় নি‌য়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুরে ব্রিফিং করেন খুরশেদ আলম।


আইনগতভাবে উপকূল থেকে ২০০ মাইল দূরে সমুদ্রে ডাকাতি হলে তাকে জলদস্যুতা বলে জানিয়ে তিনি বলেন, উপকূল থেকে ৫৭৫ নটিক্যাল মাইল দূর থেকে বাংলাদেশের জাহাজটি জলদস্যুরা আটক করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us