You have reached your daily news limit

Please log in to continue


সম্মেলনের ভালো প্রস্তুতির দাবি রওশনপন্থীদের

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সম্মেলন আগামী ৯ মার্চ। সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও জোরদার তৎপরতা না থাকায় সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে শীর্ষস্থানীয় নেতারা বলছেন, ভালো প্রস্তুতি চলছে। আজ শনিবার বর্ধিত সভায় সব দ্বিধা-ধোঁয়াশা কেটে যাবে।

অবশ্য গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) বলছে. তাদের (রওশন এরশাদ) সম্মেলন করার এখতিয়ার নেই। জি এম কাদেরের নেতৃত্বেই জাপা চলছে। অন্য কে সম্মেলন করল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকে দলে তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। নির্বাচনে অংশ নেননি রওশন ও তাঁর ছেলে শাদ এরশাদ। নির্বাচনে জাপার ভরাডুবির পর গত ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। এর আগেও রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন