মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০১ জনকে নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফে স্থানান্তর

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতের জেরে পালিয়ে এসে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্তে আশ্রয় নেওয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার ১০১ জনকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে।


আজ বৃহস্পতিবার বিকেলে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁদের টেকনাফের হ্নীলায় নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পালিয়ে আসাদের মধ্যে ২২৮ জনকে তুমব্রু সরকারি বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।

বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা ব্যক্তিদের স্বদেশ প্রত্যাবাসন সুবিধাজনক করতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে। গতকাল ঢাকায় এক আন্তমন্ত্রণালয়ের সভায় পালিয়ে আসাদের সমুদ্র পথে ফেরত পাঠানোর কথা হয়েছে। ফেরত পাঠানোর সব কার্যক্রম পরিচালনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমুদ্রপথে ফেরত পাঠানো হলে টেকনাফের দিক থেকে সবচেয়ে সুবিধাজনক হতে পারে। এ জন্য ঘুমধুমের আশ্রয় দেওয়া বিজিপি, সেনাবাহিনী, ইমিগ্রেশন ও পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের হ্নীলার কোনো একটি বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।


ঘুমধুম নয়াপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিজিবির তিনটি বড় গাড়ি আসে। এসব গাড়িতে ১০১ জনকে টেকনাফের হ্নীলায় নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

টেকনাফ সীমান্তে আবারও বেড়েছে বিস্ফোরণের বিকট শব্দ

www.kalbela.com | হ্নীলা সীমান্ত, টেকনাফ, কক্সবাজার
১ মাস, ৩ সপ্তাহ আগে

ইয়াঙ্গুনের সর্বত্রই আতঙ্ক

সমকাল | মিয়ানমার (বার্মা)
২ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us