You have reached your daily news limit

Please log in to continue


মন্ত্রণালয় পাননি, যেভাবে কাটছে তাদের সময়

গত সরকারে ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদ সদস্য। কিন্তু এবারের সরকারে মন্ত্রিত্ব পাননি, কেউ কেউ দলের মনোনয়ন না পেয়ে নির্বাচন করেননি, কয়েকজন নির্বাচিতও হননি। তাদের অনেকেই ক্ষমতায় আসার আগের পেশায় ফিরে গেছেন, কেউ কেউ ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের অধিকাংশই এখন অনেকটাই অলস সময় কাটাচ্ছেন। একটা দীর্ঘ সময় পর কিছুদিন ছুটির আমেজে কাটাতে চান বলে জানিয়েছেন তাদের কয়েকজন।

সর্বশেষ মন্ত্রিসভায় ১৫ মন্ত্রী ও ১৩ প্রতিমন্ত্রীর জায়গা হয়নি নতুন মন্ত্রিপরিষদে। স্থান পানতি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া তিন প্রতিমন্ত্রী এবং ভোটে হেরে যাওয়া তিনজন। মন্ত্রিসভায় গত পাঁচ বছর দায়িত্বে থাকা মন্ত্রীদের মধ্যে এবারের নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন