নির্বাচনে সংঘাত-মারামারি বন্ধ করে জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন রাখতে দলীয় প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর ব্যত্যয় হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
শেখ হাসিনা বলেন, “এখানে (ভোটে) কিন্তু সংঘাত-মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না। আমার দলের যদি কেউ করে, তার কিন্তু রেহাই নেই। সাথে সাথে ব্যবস্থা নেব।
“আমরা চাই, জনগণ তার ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। যাকে খুশি তাকে ভোট দেবে, সে জয়ী হয়ে আসবে। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, বাংলাদেশ কিন্তু শেষ হয়ে যাবে।”