You have reached your daily news limit

Please log in to continue


যে দেশে ঘুম ভাঙলেই বদলে যায় নাগরিকত্ব

এমন ঘটনা কখনো শুনেছেন, যেখানে আপনি এক দেশে ঘুমালেন কিন্তু ঘুম ভাঙার পর অন্য দেশের নাগরিক হয়ে গেলেন। না কোনো টাইম ট্রাভেল বা রূপকথার গল্প বলছি না। বাস্তবেই এমন ঘটনা ঘটে ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের সঙ্গে। ৬ মাস অন্তর তাদের নাগরিকত্ব বদলে যায়।

ফিজান্ট দ্বীপটি ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থিত। দুই দেশের সীমানা ভাগ করে নেয়। দ্বীপের বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে স্পেন ও ফ্রান্সের মধ্যে হয়েছে একটি চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন হয় নাগরিকত্ব। প্রথম ছয় মাস তারা যদি ফ্রান্সের অধীনে থাকেন, পরের ছয় মাস স্পেনের নাগরিক তারা।

ফ্রান্স ও স্পেনের উত্তর অংশে একটি নদীর ক্ষুদ্রতম দ্বীপ এই ফিজান্ট। দৈর্ঘ্যে মাত্র ২০০ মিটার এবং প্রস্তে ৪০ মিটার। এই ক্ষুদ্র দ্বীপটিকে নিয়ে একসময় দুই দেশের মধ্যে হয়েছিল তীব্র লড়াই। এরপরেই সমস্যা সমাধানে ১৬৫৯ সালে হয়েছিল একটি চুক্তি। ফ্রান্স ও স্পেনের মধ্যে ওই চুক্তি পাইরেনিস চুক্তি হিসেবে খ্যাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন